চট্টগ্রাম টেস্টের শেষ দিনে প্রায় দুই সেশনের বেশি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তারপরেও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট বাঁচাতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হেরেছে ২২৪ রানে।
Bangladesh lost the Only Test against Afghanistan at ZACS, Chattogram.#BANvAFG pic.twitter.com/rhepuBbrKV
— Bangladesh Cricket (@BCBtigers) September 9, 2019
বৃষ্টি বিলম্বের পর দিনের শেষভাগে ১৮.৩ ওভার বেঁধে দেওয়া হয়। তেমন পরিস্থিতিতে ৩.৩ ওভার বাকি রেখে ১৭৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এক রশিদ খানের ঘূর্ণিতে দুই ইনিংসে কাবু হয়েছে স্বাগতিকরা।
আজ পঞ্চম দিন মধ্যাহ্ণ বিরতির পর প্রথমবারের মতো খেলা শুরু হলে ১৩ বল পরেই আবার নেমে আসে বৃষ্টি। ওই সময়ে বাংলাদেশ ৭ রান সংগ্রহ করে। এরপর বিকাল ৪:২০ এ পুনরায় খেলা শুরু হয়।
শুরুতেই জহির খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন অধিনায়ক সাকিব আল হাসান (৪৪)। টিকে থাকার লড়াই করতে করতে ১২ রানে রশিদ খানের বলে এলবিডাব্লিউ হন মেহেদী মিরাজ। রিভিউ নিয়ে কোনো লাভ হয়নি।
Rashid Khan claims the final wicket – that of Soumya Sarkar – as Afghanistan secure a 224-run victory!
What a brilliant performance by the captain, who finishes with 11 wickets for the match 🔥
Follow #BANvAFG blog for live updates ⏬https://t.co/kHXVx32oOc pic.twitter.com/RNBDXvWd2K
— ICC (@ICC) September 9, 2019
ফিরতি ওভারে এসে তাইজুল ইসলামকে (০) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন আফগান অধিনায়ক। এই বিশ্বসেরা লেগ স্পিনার স্বীকৃত ব্যাটসম্যান সৌম্য সরকারকে (১৫) ইব্রাহিম জারদানের তালুবন্দি করতেই শুরু হয়ে যায় আফগানদের বিজয়োল্লাস।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২
বাংলাদেশ ১ম ইনিংস: ২০৫
আফগানিস্তান ২য় ইনিংস: ২৬০
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৮, আগের দিন ১৩৬/৬) ৬১.৪ ওভারে ১৭৩ (সাকিব ৪৪,সৌম্য ২, মিরাজ ১৫, তাইজুল ০, নাঈশ ১*; ইয়ামিন ৪-১-১৪-০, নবি ২০-৫-৩৯-১, রশিদ ২১.৪-৬-৪৯-৬, জহির ১৫-০-৫৯-৩, কাইস ১-০-৬-০)।
ম্যান অফ দ্য ম্যাচ: রাশিদ খান