টেস্ট ম্যাচের পর ১৩ সেপ্টেম্বর থেকে মিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে । সাকিবকে অধিনায়ক করে এবার তিনজাতি টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের নাম ঘোষণা করেছে বিসিবি। সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য এই দল ঘোষণা করা হয়েছে।
Bangladesh Squad for the first 2 matches of Tri-Nation T20I Tournament.#BCB #RiseOfTheTigers pic.twitter.com/ehkTSqKRcn
— Bangladesh Cricket (@BCBtigers) September 9, 2019
অনেক দিন পর টি-টুয়েন্টি দলে ফিরেছেন অফস্পিনার শেখ মেহেদি হাসান ও অলরাউন্ডার আফিফ হোসেন। দল থেকে বাদ পড়েছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। পেস বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমান ও সাঈফ উদ্দিনের সাথে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে ইয়াসিন আরাফাত মিশুর।
তিন জাতি টি-টুয়েন্টিতে বাংলাদেশের সঙ্গে খেলবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। সিরিজে খেলার জন্য জিম্বাবুয়ে দল সোমবার, ৯ সেপ্টেম্বর ঢাকায় এসেছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ২৪ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষে হবে ত্রিদেশীয় সিরিজ।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, সাঈফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।