এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। বৃষ্টির কারণে শ্রীলংকার মোরাতুয়ায় ডি জয়সা স্টেডিয়ামে আজ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সেমিফাইনালটি পরিত্যক্ত হয়েছে।
India(U19) & Bangladesh(U19) go through to the finals of the #U19AsiaCup after rain washed out both semi-finals in Sri Lanka.
REPORT👉https://t.co/P3fxrzGggI pic.twitter.com/vw9IR1fBbK
— AsianCricketCouncil (@ACCMedia1) September 12, 2019
তবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হবার সুবাদে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদশ। এসিসির ওয়েবসাইটে এই কথা বলা হয়েছে।
Unfortunately, the semi-final game between Afghanistan(U19) and Bangladesh(U19) at Moratuwa has been abandoned due to we ground conditions.
Bangladesh(U19) are through to the finals. #U19AsiaCup pic.twitter.com/fEpO1wgltk
— AsianCricketCouncil (@ACCMedia1) September 12, 2019
অবিরাম বৃস্টির কারণে কলোম্বোর পি. সারা ওভাল স্টেডিয়ামে ভারত ও শ্রীলংকার মধ্যকার অপর সেমি-ফাইনাল ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে নিয়ম অনুযায়ী ফাইনালে খেলার টিকিট পেয়েছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।
আগামী শনিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।