রহমানউল্লাহ গুরবাজের ঝড়ো শুরুর পর নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবীর বিস্ফোরক জুটিতে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা হলো আফগানিস্তানের। শনিবার মিরপুরে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে তারা।
A comfortable 28-run victory for Afghanistan!
A tidy performance from the bowlers but the star of the show was Najibullah Zadran with his unbeaten 69, a knock that featured six sixes. #AFGvZIM SCORECARD ⬇️ https://t.co/cB9DTPraND pic.twitter.com/qwW6d0Yo0k
— ICC (@ICC) September 14, 2019
দারুণ এই জয়ের আত্মবিশ্বাস নিয়ে রবিবার একই মাঠে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে রশিদ খানের দল।
টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৭ রান করেছিল আফগানিস্তান। জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল জিম্বাবুয়ে। যদিও শেষ দিকে লড়াই করে তারা।
অলআউট হওয়ার শঙ্কা উড়িয়ে ৭ উইকেটে ১৬৯ রানে থামে জিম্বাবুয়ানরা।
৩০ বলে ছয় ছক্কা ও পাঁচ চারে ৬৯ রানে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটসম্যান নাজিবউল্লাহ।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৯৭/৫ (রহমানউল্লাহ ৪৩, জাজাই ১৩, তারাকাই ১৪, আসগর ১৪, নাজিবউল্লাহ ৬৯*, নবি ৩৮; এনদিলোভু ৪-০-৩৫-১, জার্ভিস ৪-০-৫৩-০, চাতারা ৪-০-৫৩-২, উইলিয়ামস ৪-০-১৬-২, বার্ল ১-০-৪-০, মাদজিভা ৩-০-৩৪-০)
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৬৯/৭ (টেইলর ২৭, মাসাকাদজা ৩, আরভিন ১০, উইলিয়ামস ০, মাতুমবদজি ২০, বার্ল ২৫, চাকাভা ৪২*, মাদজিভা ১৫, জার্ভিস ১৫*; মুজিব ৩-০-২৯-০, ফরিদ ৪-০-৩৫-২, জানাত ৩-০-২৯-১, নবি ২-০-৯-০, নাইব ৪-০-৩২-১, রশিদ ৪-০-২৯-২)
ফল: আফগানিস্তান ২৮ রানে জয়ী