ভারতের বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ব্যাটিংয়ে নিজের চেনা রূপে হাজির হয়েছিলেন বিরাট কোহলি। দুয়ে মিলে মোহালির দ্বিতীয় টি-টোয়েন্টি সহজেই জিতে নিয়েছে স্বাগতিকরা। প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়েছে ভারত।
What is it about Virat Kohli and T20I run chases in Mohali? 🤷♂️
He finishes on 72* as India beat South Africa by seven wickets with an over to spare!#INDvSA pic.twitter.com/IMfFFzn2wY
— ICC (@ICC) September 18, 2019
অধিনায়ক কুইন্টন ডি ককের হাফসেঞ্চুরির (৫২) সঙ্গে তেম্বা বাভুমার ৪৯ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ৫ উইকেটে ১৪৯।
জবাবে কোহলির হার না মানা হাফসেঞ্চুরিতে (৭২*) ১ ওভার আগেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
রান তাড়ায় শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। শিখর ধাওয়ানের সঙ্গে ৬১ রানের জুটিতে দলকে জয়ের পথে নিয়ে যান কোহলি। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া জুটি ভাঙে মিলারের দুর্দান্ত ক্যাচে। ৩১ বলে ৪০ রান করে ফিরেন ধাওয়ান।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪৯/৫ (হেনড্রিকস ৬, ডি কক ৫২, বাভুমা ৪৯, ফন ডার ডাসেন ১, মিলার ১৮, প্রিটোরিয়াস ১০, ফেলুকোয়ায়ো ৮*; সুন্দর ০/১৯, চাহার ২/২২, সাইনি ১/৩৪, জাদেজা ১/৩১, হার্দিক ১/৩১, ক্রুনাল ০/৭)
ভারত: ১৯ ওভারে ১৫১/৩ (রোহিত ১২, ধাওয়ান ৪০, কোহলি ৭২*, পান্ত ৪, আয়ার ১৬*; রাবাদা ০/২৪, নরকিয়া ০/২৭, ফেলুকোয়ায়ো ১/২০, প্রিটোরিয়াস ০/২৭, শামসি ১/১৯, ফোরটান ১/৩২)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: বিরাট কোহলি