ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ছিল উত্তেজনাকর ফাইনালের প্রত্যাশা। কিন্তু উত্তেজনার আগুনে জল ঢেলে দিয়েছে বৃষ্টি। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি না থামায় পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের ফাইনাল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, শিরোপা ভাগাভাগি করে নিয়েছে দল দুটি।
The Final of Tri-Nation T20I Tournament between Bangladesh and Afghanistan has been abandoned due to rain. Both the teams will share the trophy.#BCB #BANvAFG pic.twitter.com/daOW7aFLN2
— Bangladesh Cricket (@BCBtigers) September 24, 2019
মঙ্গলবার রাত ৯টায় দুই অধিনায়ক সাকিব আল হাসান ও রশিদ খানের সঙ্গে আলোচনা শেষে ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাব্রয় ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন। খেলা তো দূরে থাক, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ফাইনালে টস করাই সম্ভব হয়নি!
বাজে আবহাওয়া পাত্তা না দিয়েই মাঠে উপস্থিত হয়েছিলেন উল্লেখযোগ্য পরিমাণ দর্শক। ম্যাচের ‘প্লেয়িং কন্ডিশন’ বা নিয়ম অনুযায়ী খেলা রাত ৯.৪০ মিনিটের মধ্যে শুরু করতে না পারলে বাতিল হওয়ার কথা ছিল।
The situation at Dhaka 😞#BANvAFG UPDATES 👇https://t.co/gOk35O1dFZ pic.twitter.com/Bk2SCun3tt
— ICC (@ICC) September 24, 2019
বৃষ্টি না থামায় তার আগেই সিদ্ধান্তে পৌঁছে যান ম্যাচ অফিশিয়াল। কারণ মাঠ প্রস্তুত করতে নির্ধারিত সময় পার হয়ে যেত। আর তাই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ‘যৌথ চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়েছে দুই দলকে। ফাইনালে রিজার্ভ ডে রাখা হয়নি।