কাল শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম টেস্ট। এই টেস্টে উইকেটের পেছনে কে দাঁড়াবেন? ঋষভ পান্ত নাকি ঋদ্ধিমান সাহা? উত্তরটা অবশ্য নিজেই দিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টেস্টে পান্তকে বাদ দিয়ে রাখা হয়েছে ঋদ্ধিমান সাহাকেই।
Virat Kohli confirms that Rishabh Pant has been left out of India’s first Test against South Africa. Wriddhiman Saha will keep wickets instead.
India fans, what do you make of the selection?#INDvSA pic.twitter.com/LnNIOIpmuL
— ICC (@ICC) October 1, 2019
চোটের কারণে দীর্ঘদিন দলে খেলা হয়নি ঋদ্ধিমানের। টেস্ট খেলতে ফিরেছেন ২২ মাস পর। সুস্থ হওয়াতেই তাকে দলে নেওয়া হয়েছে বলে জানালেন ভারতীয় অধিনায়ক, ‘সাহা এখন পুরোপুরি ফিট। তার খেলতে বাধা নেই।’
ঋদ্ধিমানের চোটে জায়গা পাওয়ার পর ব্যাট হাতে নিজেকে মেলে ধরেন পান্ত। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় করেন টেস্ট সেঞ্চুরি। তবে সীমিত ওভারের ক্রিকেটে শট নির্বাচনের জন্য সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে ছিলেন এই তরুণ। প্রধান কোচ রবি শাস্ত্রি, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর প্রকাশ্যেই পান্তের সমালোচনা করেন।
#TeamIndia for 1st Test of @Paytm Freedom Series for Gandhi-Mandela Trophy against South Africa.
Virat Kohli (Capt), Ajinkya Rahane (vc), Rohit Sharma, Mayank Agarwal, Cheteshwar Pujara, Hanuma Vihari, R Ashwin, R Jadeja, Wriddhiman Saha (wk), Ishant Sharma, Md Shami#INDvSA
— BCCI (@BCCI) October 1, 2019
আগের দিন অবশ্য একাদশটাও ঠিক করে ফেলেছেন কোহলি। গত ডিসেম্বরের পর ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। গত ডিসেম্বরে অ্যাডিলেড টেস্টে ইনজুরি আক্রান্ত হয়েছিলেন। তার সঙ্গে রবীন্দ্র জাদেজাও ফিরেছেন এই টেস্টে। তৃতীয় স্পিনার হিসেবে ব্যবহার করা হবে হনুমা বিহারিকে।
প্রথম টেস্টের ভারত একাদশ:
বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি।