২০১৬ সালের পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শিরোপার হাতছানি সাকিব আল হাসানের সামনে। দ্বিতীয় কোয়ালিফায়ারে গতবারের চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২ রানে হারিয়ে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করেছে তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস।
Barbados Tridents are through to the finals! Magnificent cricket all around! What a game!!#CPL19 #Biggestpartyinsport #BTvTKR #Roadtofinal #CricketPlayedLouder pic.twitter.com/uscSBdIRwa
— CPL T20 (@CPL) October 11, 2019
তিন বছর আগে সাকিব সিপিএল ট্রফির স্বাদ পেয়েছিলেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। ওইবারের ফাইনালেও বাংলাদেশি অলরাউন্ডারের দলের প্রতিপক্ষ ছিল গায়ানা। এবার গায়ানা ১১ ম্যাচের সবগুলো জিতে শিরোপার লড়াইয়ে। সাকিবের মতো বার্বাডোজের সামনেও দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।
টস হেরে ব্যাট করতে নেমে সবার ছোট ছোট অবদানে লড়াইয়ের পুঁজি গড়ে ত্রিনবাগো। ওপেনার জনসন চার্লস ৪১ বলে করেন ৩৫। মিডল অর্ডারে শেই হোপ করেন ২৩ রান।
শেষের দিকে ১৪ বলে অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটিতে দলকে ১৬০ রানে নিয়ে যান রেমন রিফার ও অ্যাশলি নার্স। ১৮ বলে ২৪ রান করেন রিফার। নার্স ৩ ছক্কায় ৯ বলে ২৪।
রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ত্রিনবাগো। দ্বাদশ ওভারে ৮১ রানের মধ্যে হারিয়ে ফেলে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে। একার চেষ্টায় দলকে লড়াইয়ে রেখেছিলেন ২২ বলে ফিফটি করা সিকুগে প্রসন্ন। ১২ বলে একটি করে ছক্কা ও চারে ১৮ রান করেন সাকিব।