ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই’র) পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙুলি। ভারতীয় গণমাধ্যমের খবর রোববার বোর্ড সভায় সভাপতির মনোনয়নের ইস্যু নাটকীয় মোড় নেয়। শুরুতে ব্রিজেশ প্যাটেল এগিয়ে থাকলেও পরে তাকে পেছনে ফেলে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডের সভাপতির দৌড়ে এগিয়ে আছেন ‘প্রিন্স অব কলকাতা।’
#JUSTIN | Sourav Ganguly set to be next BCCI President.
More on NDTV 24×7 and https://t.co/Fbzw6mR9Q5 pic.twitter.com/2JiKgmyHpm
— NDTV (@ndtv) October 13, 2019
ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে দেশটির অন্যান্য রাজ্যের বোর্ডগুলোর সদস্যরা সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট করার বিষয়টি চূড়ান্ত করেন।
সভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একমাত্র ছেলে জয় শাহকে বোর্ডের সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে। এ ছাড়া অরুণ ধুমালকে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ করা হবে বলে প্রতিবেদনে বলা হয়। এই ধুমাল আবার বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই।
#BIGNEWS #BCCI #SouravGanguly set to be new BCCI president
In a dramatic turn of events, former captain @SGanguly99 emerged as consensus candidate to be BCCI’s new president after Brijesh Patel appeared to have grabbed the coveted post.
Read: https://t.co/UljNZCUgPQ pic.twitter.com/srQ2kr8soY
— Times of India (@timesofindia) October 13, 2019
১৪ অক্টোবর, সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিনই গাঙ্গুলী তার মনোনয়ন পত্র জমা দিবেন বলে ধারণা করা হচ্ছে। একাধিক প্রার্থী না থাকলে সেই পদে নির্বাচন হবে না। কয়েক সপ্তাহ ধরে তদবির ও সমঝোতায় পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক এই ব্যাটসম্যান।