অবশেষে দ্য হানড্রেডের পূর্ণ ড্রাফট প্রকাশ করেছেন আয়োজকরা। তালিকায় সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় আছেন ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নাররা। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড।
A mock draft for The Hundred took place at Lord’s this afternoon. Which team has fared the best? 🤔
PLAYER LIST: https://t.co/XFamNRIuli#TheHundred pic.twitter.com/fgQBWXRvx2
— The Cricketer (@TheCricketerMag) October 16, 2019
তালিকাতে তার পরের ভিত্তিমূল্যের তালিকাতেই স্থান হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবালের। বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ধরা হয়েছে তাদের।
আগামী গ্রীষ্মে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি)। রোববার হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটে থাকছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, আবু হায়দার ও তাসকিন আহমেদ।
বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সাকিব ও তামিমের পারিশ্রমিক থাকছে সবচেয়ে বেশি। দুই তারকার ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যেটি ১ কোটি ৮ লাখ টাকার মতো। বাঁ হাতি পেসার মোস্তাফিজের ভিত্তিমূল্য ৬০ হাজার পাউন্ড বা ৬৪ লাখ টাকা।
লিটন, ইমরুল ও মুশফিকের ভিত্তিমূল্য ৪০ হাজার পাউন্ড (৪৩ লাখ টাকা।) বাকি পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের নির্দিষ্ট কোনো ভিত্তিমূল্য নেই। তাঁদের ভিত্তিমূল্য হতে পারে আনুমানিক ৩০ হাজার পাউন্ড।
This is how the full mock draft played out – which side would you back to claim the 🏆? pic.twitter.com/TKBLmlKOxW
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 16, 2019
এখন থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বেছে নেবে ১২ ক্রিকেটারকে। টুর্নামেন্টে দল থাকবে আটটি। প্রথমবারের হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রতিটি দলের ইনিংস হবে ১০০ বলের। প্রথম ১৫ ওভার হবে ৬ বলের, শেষ ওভারটি হবে ১০ বলের।