Bangladesh tour India 2019: বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি

0
915
BAN-vs-IND

আগামী মাসে কোহলিদের বিপক্ষে ৩টি-টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচে অংশ নিতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই বাংলাদেশের ভারত সফরের সূচি ঘোষণা করেছে ।

সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লীতে। রাজকোটে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। আর তৃতীয় ও শেষ ম্যাচের ভেন্যু নাগপুর।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৪ নভেম্বর ইন্দোরে টেস্ট সিরিজ শুরু হবে। ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।

একনজরে বাংলাদেশ দলের ভারত সফরের সময়সূচি:

টি-টুয়েন্টি সিরিজ

০৩ নভেম্বর : প্রথম টি-টুয়েন্টি- দিল্লী (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা)
০৭ নভেম্বর : দ্বিতীয় টি-টুয়েন্টি- রাজকোট (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা)
১০ নভেম্বর : তৃতীয় টি-টুয়েন্টি- নাগপুর (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা)

টেস্ট সিরিজ:

১৪-১৮ নভেম্বর- প্রথম টেস্ট- ইন্দোর (বাংলাদেশ সময় সকাল ১০টা)
২২-২৬ নভেম্বর- দ্বিতীয় টেস্ট- কলকাতা (বাংলাদেশ সময় সকাল ১০টা)