আজ মঙ্গলবার তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংস ও ২০২ রানের ব্যবধানে জয়লাভ করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই তাদের সবচেয়ে বড় জয়।
☝️ Theunis de Bruyn
☝️ Lungi NgidiDebutant Shahbaz Nadeem picks up the final two wickets in consecutive balls as India seal an innings-and-202-runs victory over South Africa on day four in Ranchi.
SCORECARD: https://t.co/AEYe6hGC3o pic.twitter.com/ibzpsobzlN
— ICC (@ICC) October 22, 2019
শেষ টেস্টে রাঁচিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বিরাটের দল । টেস্ট ক্রিকেটে ২১২ রান করে প্রথম ডবল সেঞ্চুরি করেন রোহিত শর্মা । দ্বিতীয় দিনে ১১৫ রানে আউট হন অজিঙ্ক রাহানে। ৯ উইকেট হারিয়ে ৪৯৭ রানে বিরাট কোহলি ইনিংস ঘোষণা করে দেন।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৬২ রানে অল-আউট হয়ে ফলো-অনের মুখে পড়ে । দলের পক্ষে জুবের হামজা ৬২ রান করে।
৩৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারো ব্যাটিং বিপর্যয়ে পরে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ব্যাক্তিগত রান ৩০ থিউনিস ডি ব্রুয়েনের। চতুর্থ দিনের শুরুতেই শাহবাজ নাদিম ২ উইকেট নেওয়ার পর ১৩৩ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস।
এই প্রথম কোনো টেস্ট সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল ভারত। একই সঙ্গে ঘরের মাঠে টানা ১১টি টেস্ট সিরিজ জয়ের কীর্তিও গড়ল তারা। এই সিরিজ জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২০ পয়েন্ট যোগ হল ভারতের।
🔸 212 runs
🔸 255 balls
🔸 28 fours
🔸 6 sixesFor his exceptional knock in the final #INDvSA Test, Rohit Sharma is adjudged the Player of the Match. pic.twitter.com/6ATHSghbkr
— ICC (@ICC) October 22, 2019
ভারতের একমাত্র ইনিংসে ডাবল সেঞ্চুরি করা রোহিত শর্মা হয়েছেন ম্যাচ ও সিরিজ সেরা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪৯৭/৯ ডিক্লেয়ার (রোহিত-২১২*, রাহানে-১১৫, জাদেজা-৫১)
দক্ষিণ আফ্রিকা: ১৬২, ১৩৩ (লিন্ডে ২৭, ডি ব্রুইন ৩০)
এক ইনিংস এবং ২০২ রানে জয়ী ভারত