ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে গত সিরিজে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন বিশ্রামে ছিলেন। এবার চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন বিশ্বকাপের সেরা এই খেলোয়াড়। তার বদলে টানা দ্বিতীয় সিরিজে নেতৃত্ব দিবেন পেসার টিম সাউদি।
Here is our squad to take on @englandcricket in the five match GJ Gardner Homes T20 series. First up, Hagley Oval next Friday! 📍 #NZvENG https://t.co/VdKHijxl9D
— BLACKCAPS (@BLACKCAPS) October 24, 2019
ঘরোয়া ক্রিকেটে চার দিনের একটি চম্যাচেই পশ্চাৎদেশের পুরোনো চোট আবার অনভুব করেন উইলিয়ামসন। গত মার্চে এই চোটের কারণেই খেলতে পারেননি বাংলাদেশের বিপক্ষে একটি টেস্টে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঝুঁকি না নিতে তাই টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না এই স্টাইলিশ বাটসম্যান।
অন্যদিকে বদলি অধিনায়ক হিসেবে ভালো রেকর্ড আছে সাউদির। তার নেতৃত্বে ৬ ম্যাচের ৫টিতেই জিতেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল:
টিম সাউদি (অধিনায়ক), লকি ফার্গুসন (প্রথম থেকে তৃতীয় ম্যাচ), ট্রেন্ট বোল্ট (চতুর্থ ও পঞ্চম ম্যাচ), কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, স্কট কুগেলাইন, ড্যারিল মিচেল, কলিন মানরো, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি, রস টেইলর, ব্লেয়ার টিকনার।