দীর্ঘ ক্যারিয়ারে ৩৮ টেস্টে ২ হাজার ২২৩ তার রান করেছেন। ২০৯ ওয়ানডেতে করেছেন ৫ হাজার ৬৫৮ রান। টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ১ হাজার ৬৬২ রানের সঙ্গে আছে সর্বাধিক ১১টি অর্ধশতক। তিন ফরম্যাট মিলে ৫৭টি উইকেটও নিয়েছেন। কয়েকদিন আগেই বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন। এবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিলেন হ্যামিল্টন মাসাকাদজা।
BREAKING NEWS: Former national captain Hamilton Masakadza has been appointed as @ZimCricketv director of cricket, a newly created role designed to transform the game both on and off the field. Congratulations and we wish you all the best! #CongratsHamilton 🏏🇿🇼 pic.twitter.com/bVdKy07wKu
— Zimbabwe Cricket (@ZimCricketv) October 30, 2019
জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
আজ এক টুইট বার্তায় প্রেস বিজ্ঞপ্তিতে মাসাকাদজার সভাপতি নির্বাচিত হওয়ার খবরটি প্রকাশ করে জিম্বাবুয়ে ক্রিকেট । আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিবেন তিনি।
বোর্ডের উপর সরকারি হস্তক্ষেপের কারণে সম্প্রতি আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেট। চলতি মাসেই সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পর তাদের সামনে এখন মূল চ্যালেঞ্জ অর্থনৈতিক সক্ষমতা অর্জন ও মাঠের পারফরম্যান্সের উন্নতি।
Former Zimbabwe skipper Hamilton Masakadza will be seen in a new avatar as he has been named as Zimbabwe’s Director of Cricket.
Here: https://t.co/E45EIWqMwi
— Cricbuzz (@cricbuzz) October 30, 2019
২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক করেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। ওই টেস্টে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাঁচিয়েছিলেন ম্যাচ। ওই ইনিংস দিয়ে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবেও নাম লেখান মাসাকাদজা। যদিও পরে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল সেই রেকর্ড নিজের করে নেন।