শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পুরুষ ও মহিলা টুর্নামেন্টের জন্য আইসিসি টি-২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন বলিউড অভিনেতা কারিনা কাপুর।
আগামী বছর ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ মহিলা বিশ্বকাপ । একই বছর অস্ট্রেলিয়াতে পুরুষদের টি-২০ বিশ্বকাপও অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু ১৮ অক্টোবর থেকে।
ট্রফি উন্মোচন করতে গিয়ে তিনি বললেন, “আমি এরকম এই রকম একটা ইভেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। যেসব মেয়েরা নিজেদের স্বপ্নপূরণের জন্য় নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিশ্বকাপে তাঁদের সকলকে আমি উদ্বুদ্ধ করতে চাই। এটা মহিলাদের ক্ষমতায়নের একটা আন্তর্জাতিক মঞ্চ।”
বাংলাদেশ ও থাইল্যান্ড বাছাইপর্বের মাধ্যমে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের জায়গা করে নিয়েছে । দশ দলের এই টুর্নামেন্টে অন্য আটটি দল হল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ ।
বাংলাদেশকে এই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার সাথে এ গ্রুপে রাখা হয়েছে।