মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে আজ বাংলাদেশ টি-২০ ম্যাচ দিয়ে ভারত সফর শুরু করবে । তীব্র বায়ু দূষণের মধ্যেই আজ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করছে সফরকারী বাংলাদেশ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম টি-২০। বেসরকারি টিভি চ্যানেল জিটিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
বায়ু দূষণের ফলে স্কুল, নির্মাণ কাজ ও অন্যান্য কার্যকলাপ বন্ধ থাকলেও টি-২০ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত দিল্লি। তবে বায়ু দূষণ নিয়ে দু’দল থেকে কোন অভিযোগ আসেনি, তবে প্রশিক্ষণের সময় বাংলাদেশের অনেক খেলোয়াড়কে ফেস মাস্ক পরতে দেখা গেছে।
এছাড়া প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও বলেছেন যে, ক্রিকেট ম্যাচের চেয়ে দূষণই বড় উদ্বেগ, কারণ দিল্লিতে বাসকারী মানুষদের দূষণের মাত্রা নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়া উচিত।
Delhi: Three Bangladeshi players practice while wearing masks, ahead of the 1st T20i against India on November 3 at the Arun Jaitley Stadium. #IndvsBan pic.twitter.com/eAObQmV7GC
— ANI (@ANI) November 1, 2019
আইসিসি কর্তৃক সাকিব নিষিদ্ধ হওয়ায় এবারের টি-২০ সিরিজে তিনি খেতে পারবেন না । এছাড়াও সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে তামিম নিজেই সড়ে দাঁড়ান। অন্যদিকে পিঠের ইনজুরির কারনে ভারত সফরে নেই সাইফউদ্দিন।
টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে প্রথমবারের মতো হারাতে চান তারা। যদিও ভারতের বিপক্ষে এ পর্যন্ত আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কোনোটিতে জিততে পারেনি বাংলাদেশ।
অন্যদিকে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকার কারণে রোহিত শর্মার নেতৃত্বে তারুণ্য নির্ভর দল নিয়ে মাঠে নামবে ভারত।
বর্তমানে আইসিসি টি-২০ র্যাংকিং পঞ্চমস্থানে রয়েছে ভারত। বাংলাদেশের অবস্থান নবম।
বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, আমিনুল ইসলাম, আরাফাত সানি, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু হায়দার রনি ও মোহাম্মদ মিঠুন।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সানজু স্যামসন, শ্রেয়াস আইয়ার, মনিষ পান্ডিয়া, ঋসভ পান্থ, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, রাহুল চাহার, দিপক চাহার, খলিল আহমেদ, শিবম দুবে ও শারদুল ঠাকুর।