আসন্ন মানজি সুপার লিগের জন্য কেপটাউন ব্লিটজের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিচ্ছেন হাশিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে বিরতির পর এবারই প্রথমবারের মতো পরামর্শক হিসেবে ক্যারিয়ার শুরু করছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং কিংবদন্তি।
Hashim Amla has been signed up as a batting consultant by the Cape Town Blitz for the upcoming edition. #MSLT20 https://t.co/mA4MunJ6vY
— Circle of Cricket (@circleofcricket) November 5, 2019
৩৬ বছর বয়সী আমলা সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে প্রোটিয়াদের জার্সিতে দেখা না গেলেও আইকন খেলোয়াড় হিসেবে আবুধাবি টি-টেন লিগে কর্নাটক টাস্কার্সে যোগ দিয়েছেন তিনি। দলটির নেতৃত্বও থাকবে আমলার হাতে।
“To have him share some of his knowledge and ideas will be invaluable.”https://t.co/8PpJYtseng
— The Cricketer (@TheCricketerMag) November 5, 2019
এমএসএলে এবার তারা প্রথম ম্যাচে মুখোমুখি জোজি স্টার্সের বিপক্ষে, ৮ নভেম্বর (শুক্রবার)। তবে কেপটাউন ব্লিটজে আমলাকে দেখা যাবে ২৫ নভেম্বর হতে।