অক্টোবরে ঘরের মাঠেই কার্যত দ্বিতীয় সারির শ্রীলঙ্কা দলের কাছে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান । এবার হল অস্ট্রেলিয়ার কাছে ।
Australia win and Australia win well!
A comfortable 10-wicket victory over Pakistan secures a 2-0 series win 🏆
Aaron Finch hit 52* and David Warner 48* 🔥 #AUSvPAK pic.twitter.com/AjRyJWZcG0
— ICC (@ICC) November 8, 2019
বৃষ্টির কারণে প্রথম টি২০ ম্যাচে বেঁচে গেলেও, পরের দুই ম্যাচে আর অস্ট্রেলিয়ার কাছ থেকে রক্ষা পায়নি পাকিস্তান। ৩ ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পার্থে সিরিজের শেষ টি২০-তে অস্ট্রেলিয়া ১০ উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে।
এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল তারা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে সফরকারী পাকিস্তান দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে ।
অল্প রানের লক্ষ্যে খেলতে নেমে অ্যারন ফিঞ্চ (৫২) এবং ডেভিড ওয়ার্নারের (৪৮) ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১১.৫ ওভারে দলের জয় নিশ্চিত করে অজিরা।
ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অ্যাবট। অন্যদিকে সিরিজ সেরা হয়েছেন স্টিভ স্মিথ।
আগামী ২১ নভেম্বর আজহার আলীর নেতৃত্বে ব্রিসবেনের গাব্বায় প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২৯ নভেম্বর অ্যাডিলেড ওভালে।