ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনকে অভিযুক্ত করেছেন ডোয়াইন ব্র্যাভো। অপছন্দের ক্রিকেটারকে ক্যামেরন একপেশে করে রাখতেন এবং এসব ক্রিকেটারকে জাতীয় দলে খুব কমই সুযোগ দিতেন বলে অভিযোগ করেন ব্রাভো। বোর্ডে পরিবর্তন আসায় তিনি অবসর ভেঙ্গে আবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।
“The negativity that surrounded West Indies cricket is no longer there and we are looking forward to taking West Indies cricket back to the top.”https://t.co/YE4tHHr6YJ
— The Cricketer (@TheCricketerMag) November 11, 2019
চলতি বছরের মার্চে মেয়াদ শেষ হয়েছে ক্যামেরনের। তার পরিবর্তে ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ম্যানেজার রিকি স্কেরিট।
ব্র্যাভো এই প্রসঙ্গেই বলেছেন, “প্রতিহিংসাপরায়ণ লোকের হাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অনেক ভুগেছে। যারা কিছু ক্রিকেটারকে সবসময় দলের বাইরে রাখতে চাইতেন। অনেক ক্যারিয়ার শেষ করে দিয়েছেন তারা। প্রত্যেক দড়িরই একটা শেষ থাকে। বিশ্বের সবচেয়ে লম্বা দড়িও একসময় শেষ হয়ে যায়। আর তা হতে দেখে ভাল লাগছে।”
জাতীয় দল থেকে দীর্ঘদিন বাদ পড়ার কারণে ব্র্যাভো ২০১৮ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তারপর থেকে নিয়মিত খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন ২০১৭ সালে আবুধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে।