নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে আজ গোলাপি বলে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলবে ভারত। এই টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া; তাও নিজেদের মাটিতে। তিন ম্যাচের টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করছে ভারত।
Shivam Dube earned his maiden ODI call-up as India announced squads for the limited-overs home assignment against West Indies.
DETAILS 👇https://t.co/6zNq4KD3qi
— ICC (@ICC) November 22, 2019
চোট কাটিয়ে লম্বা সময় পর ভারতীয় দলে ফিরেছেন ভূবনেশ্বর কুমার এবং বিশ্রামে থাকা কুলদীপ যাদব। ইন্দোর টেস্টে দারুণ বোলিং করা মোহাম্মদ শামি দীর্ঘদিন পর ফিরেছেন টি-টোয়েন্টি দলে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলা ক্রুনাল পান্ডিয়ার বদলে দলে এসেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
আগামী ৬ ডিসেম্বর প্রথম টি-টুয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে ভারত। যথাক্রমে ৮ ও ১১ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এরপর ১৫ ডিসেম্বর চেন্নাইয়ের ম্যাচ দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। যথাক্রমে ১৮ ও ২২ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই ওডিআই।
ভারতের টি-টোয়েন্টি দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশাব পান্ত, শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দিপক চাহার, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।
ওয়ানডে দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশাব পান্ত, শিবাম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দিপক চাহার, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।