কলকাতার ইডেন গার্ডেনে গোলাপী বলের ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচে উমেশ যাদব ও ইশান্ত শর্মার বোলিংতোপে মাত্র তৃতীয় দিনেই ইনিংস ও ৪৬ রানের শোচনীয় পরাজয় বরণ করতে হল বাংলাদেশকে। এর ফলে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
India win by an innings and 46 runs in the #PinkBallTest
India become the first team to win four Tests in a row by an innings margin 😎😎@Paytm #INDvBAN pic.twitter.com/fY50Jh0XsP
— BCCI (@BCCI) November 24, 2019
দ্বিতীয় ইনিংসে ৪১.১ ওভারে ১৯৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। উমেশ যাদব ৫টি এবং ইশান্ত শর্মা ৪টি উইকেট নেন। মুশফিকুর রহিম বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন।
প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৫ উইকেট তুলে নিয়েছেন ইশান্ত শর্মা। জবাবে বিরাট কোহলির ১৩৬ রানের সুবাদে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। চেতেশ্বর পুজারা এবং অজিঙ্ক্যা রাহানে হাফ সেঞ্চুরি করেছিলেন।
এই সিরিজ জয়ের ফলে ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোন দল এক টানা ৪টি টেস্ট ম্যাচ জিতল। এর আগে, ভারত ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ইনিংস এবং ১৩০ রানের ব্যবধানে জিতেছিল।
Bangladesh lost by an innings and 46 runs in the Second Test against India.#BANvIND pic.twitter.com/dnDifHNaxY
— Bangladesh Cricket (@BCBtigers) November 24, 2019
ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ ইশান্ত শর্মা । এই দিন-রাতের ম্যাচে মোট ৯ উইকেট নিয়েছেন তিনি ।
Read More:
India vs Bangladesh, 2nd Test Match at Kolkata, Day 3 …
International–The Indian Express–1 hour ago
Blog–Cricket Country News–Nov 21, 2019