তৃতীয় দিনেই পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টে জয়ের সুবাস পাচ্ছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিন ৬৪ রানে ৩ উইকেট পতনের পর স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠাতে চতুর্থ দিন আরও ২৭৬ রান তুলতো হতো পাকিস্তানের। কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয়ে গেছে ৩৩৫ রানে! ফলে অজিরা জিতে গেছে এক ইনিংস ও ৫ রানের ব্যবধানে।
Australia win!
Mitchell Starc snares the last wicket of Imran Khan as the hosts cruise to a comprehensive an-innings-and-five-run victory over Pakistan at The Gabba.#AUSvPAK SCORECARD 👇https://t.co/0d3zlDrR8C pic.twitter.com/nfEdJjDqS7
— ICC (@ICC) November 24, 2019
সকালের সেশনেই ৯৪ রানে ৫ উইকেট পড়ে যায় পাকিস্তানের। প্রথম ইনিংসেও একই দুর্দশা ছিল সফরকারীদের। কিন্তু বাবর আজম ও রিজওয়ান মিলে ষষ্ঠ উইকেটে ১৩২ রানের জুটিতে প্রতিরোধ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। বাবর সেঞ্চুরি করে ১০৪ রানে বিদায় নিলে আরও কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান।
সপ্তম উইকেটে ইয়াসিরকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন রিজওয়ান। ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু তিন অংক থেকে মাত্র পাঁচ রান দূরে দাঁড়িয়ে হেইজেলউডের বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন। তার ইনিংসে চার ছিল ১০টি।
শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে এরপর দলকে আরও খানিকটা টানেন ইয়াসির। তবে সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। নতুন বল হাতে পেয়েই বিধ্বংসী হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার পেসাররা।
নিজের টানা দুই ওভারে ৪২ রান করা ইয়াসির ও ১০ রান করা আফ্রিদিকে ফেরান হেইজেলউড। ইমরান খানকে ফিরিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন মিচেল স্টার্ক।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৪০
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৮০
পাকিস্তান ২য় ইনিংস: (আগের দিন ৬৪/৩) ৮৪.২ ওভারে ৩৩৫ (মাসুদ ৪২, আজহার ৫, হারিস ৮, আসাদ ০, বাবর ১০৪, ইফতিখার ০, রিজওয়ান ৯৫, ইয়াসির ৪২, শাহিন শাহ ১০, ইমরান ৫, নাসিম ০*; স্টার্ক ১৬.২-১-৭৩-৩, কামিন্স ২১-৬-৬৯-২, হেইজেলউড ২১-৩-৬৩-৪, লায়ন ২১-৩-৭৪-১, লাবুশেন ৫-০-৩৮-০)
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ৫ রানে জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচ: মারনাস লাবুশেন।