আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে পরাজিত করে টি ১০ লিগ ২০১৯ এর ফাইনালে শিরোপা জিতে নেয় মারাঠা আরবীয়রা।
Here is the Champions of Aldar Properties Abu Dhabi T10 2019!!! @MarathaArabians, this is epic!!!🏆#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #marathaarbians #deccangladiators #t10final pic.twitter.com/stDP3s2AVr
— T10 League (@T10League) November 24, 2019
ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করন টি-টেন লিগের তৃতীয় আসরে টসে হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় ডেকান গ্ল্যাডিয়েটর্স। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন আসিফ খান। দলের সংগ্রহ ৮ উইকেটে ৮৭ রান।
অল্প রান তাড়া করতে নেমে ৭.২ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মারাঠা এ্যারাবিয়ানস । দলের ব্যাটসম্যান ক্রিস লিন ১০ বলে ১৬ রান এবং আরেক ওপেনার চাডউইক ওয়ালটনের ২৬ বলে অপরাজিত ৫১ রান করেন।
371 runs with an average of 53 and strike rate of 236.30🏏🏏🏏 29 fours and 31 sixes🔥🔥🔥@lynny50 is the batting star of Aldar Properties Abu Dhabi T10 2019🏅🏅🏅@AbudhabiT10 #t10league #t10season3 #AldarProperties #inabudhabi #MarathaArabians pic.twitter.com/ajtJm6p8dT
— T10 League (@T10League) November 25, 2019
ম্যাচ সেরা হন চাডউইক ওয়ালটন। আর টুর্নামেন্ট জুড়ে অসামান্য পারফরম্যান্সের জন্য সিরিজ সেরা হন ক্রিস লিন।