Image credit: ICC/ Twitter

নিউজিল্যান্ডের রান পাহাড়ের নিচেই চাপা পড়লো ইংল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৬৫ রানে হেরেছে ইংলিশরা।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে চতুর্থ দিন রানের পাহাড় গড়ে টেস্টের লাগাম নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড। ৯ উইকেটে ৬১৫ রানে ইনিংস ঘোষণার পর দিনের শেষভাগে ৫৫ রানেই ৩ উইকেট হারিয়ে অস্বস্তিকর অবস্থায় ছিল ইংলিশরা।

প্রথম সেশনের বাকিটা সময়ে আর কোনো বিপদ ঘটতে দেননি জো ডেনলি ও বেন স্টোকস। লাঞ্চের পর টিম সাউদির অফ-স্ট্যাম্পের বাইরের বল উইকেটে টেনে এনে বোল্ড হয়ে যান স্টোকস।

এরপর পাঁচ ওভারের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের কাজ প্রায় অসম্ভব করে তোলেন ওয়েগনার। সর্বোচ্চ ৩৫ রান করা ডেনলিকে ফেরান রিভিউ নিয়ে। নিজের পরের ওভারে অলি পোপকেও ফিরিয়ে দেন বাঁহাতি এই পেসার। রানের খাতাই খুলতে পারেননি কিপার-ব্যাটসম্যান জস বাটলার।

পেসার নেইল ওয়াগনার দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দিতে ভূমিকা রেখেছেন। ৪৪ রানে নিয়েছেন ৫ উইকেট। মিচেল স্যান্টনার ৫৩ রানে ৩ উইকটে নিয়েই ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫৩

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৬১৫/৯ ডি.

ইংল্যান্ড ২য় ইনিংস: (চতুর্থ দিন ৫৫/৩) ৯৬.২ ওভারে ১৯৭/১০ (বার্নস ৩১, সিবলি ১২, ডেনলি ৩৫, লিচ ০, রুট ১১, স্টোকস ২৮, পোপ ৬, বাটলাস ০, কারান ২৯*, আর্চার ৩০, ব্রড ০; সাউদি ২০-৪-৬০-১, বোল্ট ৬-৪-৬-০, ডি গ্র্যান্ডহোম ১০-৩-১৫-১, স্যান্টনার ৪০-১৯-৫৩-৩, ওয়েগনার ১৯.২-৬-৪৪-৫, উইলিয়ামসন ১-০-৬-০)

ফল: নিউ জিল্যান্ড ইনিংস ও ৬৫ রানে জয়ী

ম্যাচ সেরা: বিজে ওয়াটলিং