গেল বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দেখা গিয়েছিল ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এর পর থেকেই তাকে ভারতের জার্সিতে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাচ্ছে না। অনেকেই তার অবসর দেখে ফেললেও এই প্রথম মুখ খুললেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া সাবেক এই অধিনায়ক।
But which January? #Dhoni pic.twitter.com/qC3lTSEQXW
— Raunak Kapoor (@RaunakRK) November 28, 2019
বুধবার মুম্বইয়ে একটি ইভেন্টে ছিলেন দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক। সেখানেই তিনি জানিয়েছেন যে, আগামী জানুয়ারি পর্যন্ত যেন তাঁকে প্রত্যাবর্তন নিয়ে কোনও প্রশ্ন করা না হয়।
বিশ্বকাপের পর ভারত ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল তখন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সময় কাটিয়েছিলেন ধোনি। এরপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষেও ছিলেন না। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ আসবে ভারতে, এই দলেও নেই তিনি।
ধোনির স্মৃতিতে ২০১১ বিশ্বকাপ ফাইনালের কথা আসবে না, সেটা হতে পারে না। এই প্রসঙ্গে তিনি বললেন, “আমাদের জয়ের জন্য় ১৫-২০ রান বাকি ছিল তখন। গ্য়ালারির সকলে উঠে দাঁড়িয়ে সমবেত কন্ঠে ‘বন্দে মাতরম’ গাইছিলেন। এই দু’টো মুহূর্তের কোনও বিকল্প হবে না। আজীবন আমার হৃদয়ে থেকে যাবে।”