ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নিয়ে রীতিমত ‘ছেলেখেলা’য় মেতেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিরাট কোহলি, রোহিত শর্মা ও লোকেশ রাহুলের তাণ্ডবে আক্ষরিক অর্থেই উড়ে গেছে ক্যারিবিয়ানরা। এই তিন ব্যাটসম্যানের ঝড়ো হাফসেঞ্চুরিতে তৃতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ৬৭ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত।
India win by 67 runs!
Kieron Pollard’s 68 wasn’t enough in the end, and Deepak Chahar’s 2/20 sealed victory for the hosts.#INDvWI | SCORECARD 👇 https://t.co/hzZBfxxDeP pic.twitter.com/wBbGgzFONZ
— ICC (@ICC) December 11, 2019
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছন্দে ফিরে তাণ্ডবের শুরুটা করেছিলেন রোহিত। তার ৩৪ বলে ৭১ রানের ইনিংসে পাওয়া ভিতের ওপর দাঁড়িয়ে লোকেশ ৫৬ বলে খেলেন ৯১ রানের ঝড়ো ইনিংস।
অধিনায়ক বিরাট কোহলি তো তাদেরও ছাড়িয়ে যান। মাত্র ২৯ বলে হার না মানা ৭০ রানের ইনিংস খেললে নির্ধারিত ২০ ওভারে ভারত স্কোরে জমা করে ৩ উইকেটে ২৪০ রান। কঠিন এই লক্ষ্যে ৮ উইকেটে ১৭৩ রান করতে পারে ক্যারিবিয়ানরা। তাতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
রান তাড়ায় ১৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। চতুর্থ উইকেটে কিছুটা আশা জাগিয়েছিলেন শিমরন হেটমায়ার ও পোলার্ড। কুলদীপ যাদবের ফুলটস উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন হেটমায়ার, ভাঙে ৭৪ রানের জুটি। ২৪ বলে ৫ ছক্কায় ৪১ রান করেন হেটমায়ার।