photo credit : Pakistan Cricket/twitter

বৃষ্টিতে দ্বিতীয় ও তৃতীয় দিন অল্প সময় খেলা হলেও ভেসে যায় চতুর্থ দিন। তাতেই রাওয়ালপিন্ডি টেস্টের ফলাফল নিশ্চিত হয়ে গেছে। প্রত্যাশিতভাবে ড্র হয়েছে ১০ বছর পর পাকিস্তানে হওয়া প্রথম টেস্ট। যেই ম্যাচে ইতিহাস গড়েছেন আবিদ আলী। দেশের মাটিতে প্রথম টেস্টে সেঞ্চুরির উচ্ছ্বাসে ভেসেছেন বাবর আজম।

১০৫ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার পর টেস্ট অভিষেক হয়েছে আবিদের। সেই টেস্টেও ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন পঞ্চম দিনে এসে। দীর্ঘ অপেক্ষা শেষেই এসেছে অনির্বচনীয় স্বাদ। প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন আন্তর্জাতিক ক্রিকেটে দুটি সংস্করণে অভিষেকে সেঞ্চুরি।

শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে রোববার এই কীর্তি গড়েন আবিদ। দিনের শেষ সেশনের শুরুর দিকে পেসার বিশ্ব ফার্নান্দোর বলে দুই রান নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। তার নাম খোদাই হয়ে যায় ইতিহাসে।

ইতিহাস গড়েন আবিদ। প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ও টেস্ট অভিষেকে সেঞ্চুরির কীর্তি তার। এই বছরের মার্চে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডে শুরু করেন ৩২ বছর বয়সী এই ওপেনার। ম্যাচসেরাও হয়েছেন আবিদ।

১১৮ বলে ১৪ চারে তিন অঙ্কের ঘরে পৌঁছান বাবর। তিনি ১২৮ বল খেলে ১০২ রানে অপরাজিত থাকতে দিনের শেষ হয়। আবিদ অপরাজিত ছিলেন ২০১ বলে ১১ চারে ১০৯ রান করে। পাকিস্তানের ইনিংস থামে ২ উইকেট ২৫২ রানে।