দেড় বছর পর বিরাট কোহলিদের ম্যাচ দেখতে গুয়াহাটির ভূপেন হাজারিকা স্টেডিয়ামে হাজির হন আসামের ক্রিকেট ভক্তরা। কিন্তু আক্ষেপ নিয়ে ঘরে ফিরতে হচ্ছে তাদের। রবিবার ভারত ও শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে শীতের বৃষ্টিতে।
The first T20I between India and Sri Lanka has been abandoned due to rain.#INDvSL pic.twitter.com/yjJVcv2QgV
— ICC (@ICC) January 5, 2020
অথচ টস হয়েছিল নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। ভারত অধিনায়ক বিরাট কোহলি সেটি জিতে নেন ফিল্ডিং। দুই দল একাদশ ঘোষণা করে। এর ১৫ মিনিট পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। মাঠ ঢাকা হয় কাভারে। কয়েক দফায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন।
গুয়াহাটিতে বৃষ্টি হয়েছে সকাল থেকেই। বিকেলে বৃষ্টি থামার পর মাঠকর্মীদের প্রচেষ্টায় মাঠ প্রস্তুত করা হয়। শেষ পৌনে ১০টায় আম্পায়াররা মাঠের অবস্থা দেখার ৫ মিনিট পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে আগামী ৭ জানুয়ারি মঙ্গলবার, ইন্দোরে। ১০ জানুয়ারি পুনেতে শেষ ম্যাচ।