দিনভর অপেক্ষা ছিল। বিসিবির সভায় পাকিস্তান সফর নিয়ে একটা সিদ্ধান্ত আসবে—অপেক্ষাটা ছিল এটি নিয়েই। কিন্তু দীর্ঘ সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান যা বললেন, তার সারকথা হচ্ছে পাকিস্তান সফর নিয়ে আগের অবস্থানেই আছে বিসিবি। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার ব্যাপারটি নতুন করে ভাবাচ্ছে বাংলাদেশকে।
According to BCB chief Nazmul Hassan, the Bangladesh government has told them to keep the tour ‘short’ due to the ongoing tensions between US and Iranhttps://t.co/keouFq0xcY
— Cricingif (@_cricingif) January 12, 2020
সংক্ষিপ্ত পরিসরে শুধু তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাওয়ার ইচ্ছার কথা রোববার সংবাদ সম্মেলনে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।
সরকারও বিসিবিকে পাকিস্তান সফরের ব্যাপারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিবেচনায় রাখার কথা বলেছে বলেই জানিয়েছেন নাজমুল, ‘পাকিস্তান সফর নিয়ে নিরাপত্তা বিষয়ক নির্দেশনা পাওয়ার পর আমরা সরকারি অনুমতির (জিও) জন্য আবেদন করি। মধ্যপ্রাচ্যের বর্তমান যে অবস্থা, সেটা অবশ্যই অন্য যেকোনো সময়ের চেয়ে ভিন্ন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে বিবেচনায় রেখে পাকিস্তান সফর যতটা সম্ভব সংক্ষিপ্ত করার কথাই সরকার বলেছে।’
BREAKING NEWS: PCB firm on initial stance of 2 match Test series as priority, If BCB decide not to play Test than this tour/ series likely to called off, PCB have option to refer matter to ICC/ dispute committee. https://t.co/ApI1NXpvNf
— Abdul Ghaffar (@GhaffarDawnNews) January 12, 2020
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী কমান্ডার সোলেমানি। এর বদলা নিতে কদিন আগে ইরান ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
পুরো বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতির উদ্ভব হয়েছে, মূলত এ কারণেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন লম্বা সময়ের জন্য পাকিস্তান সফরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।