গত বছরের ডিসেম্বরে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন জন ব্রাভো। এ ঘোষণার পরেই সুখবর পেলেন ব্রাভো। চলতি আয়ারল্যান্ড এর সাথে ক্যারিবিয়ান দের টি২০ সিরিজেই ডাক পেলেন ব্রাভো।
🚨SQUAD ANNOUNCEMENT🚨 – DWAYNE BRAVO BACK IN WEST INDIES COLOURS TO FACE IRELAND IN THE T20I SERIES! #WIvIRE #MenInMaroon pic.twitter.com/krvHXKCMfR
— Windies Cricket (@windiescricket) January 12, 2020
আগামী ১৫ জানুয়ারি (বুধবার) সেন্ট জর্জেসে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন তিনি। পরে ১৯ ও ২০ তারিখ হবে বাকি দুই ম্যাচ।
মূলত চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার লক্ষ্যেই অবসর ভেঙে ফিরেছেন ব্রাভো। সে মোতাবেক তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডেকেছে ক্রিকেট বোর্ড। যার ফলে প্রায় ৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সুযোগ পেতে যাচ্ছেন ডিজে ব্রাভো।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাভোর সবশেষ ম্যাচটি ছিলো ২০১৬ সালের সেপ্টেম্বরে, পাকিস্তানের বিপক্ষে আবুধাবিতে। পরে ২০১৮ সালে অবসরের ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবু গতবছরের ওয়ানডে বিশ্বকাপে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল ব্রাভোকে। যদিও মূল স্কোয়াডে ডাকা হয়নি পরে।