প্রথম ম্যাচটি হেরে যাওয়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের সব প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে বৃষ্টি! পরিত্যক্ত হয়েছে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি।
Rain had the final say in the second #WIvIRE T20I. Ireland lead by 1-0 with one more game remaining.
Report 👇 https://t.co/ZG34oRZukK
— ICC (@ICC) January 19, 2020
সেন্ট কিটসে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। আইরিশরা শুরুতে ব্যাট করে ১৯ ওভারে সংগ্রহ করে ৯ উইকেটে ১৪৭ রান। সর্বোচ্চ ৪৪ রান আসে গ্যারেথ ডেলানির ব্যাট থেকে। উল্লেযোগ্য স্কোর ছিল- অধিনায়ক অ্যান্ডি বালবার্নির ৩৬ ও হ্যারি টেক্টরের ৩১ রান।
পোলার্ড নেন ২৫ রানে ৪ উইকেট। ক্যারিয়ারে প্রথমবার ৪ উইকেটের স্বাদ পান পোলার্ড। ক্যারিবিয়ানদের রান তাড়া বৃষ্টিতে থমকে যায় তৃতীয় ওভারে। আর শুরু হতে পারেনি খেলা।
Career best International figures for Captain Polly and the 1️⃣0⃣th best for West Indies in T20I history 💪🏽#MenInMaroon🌴 #ItsOurGame #WIvIRE pic.twitter.com/b8PiYEfNV3
— Windies Cricket (@windiescricket) January 19, 2020
সিরিজের প্রথম ম্যাচটি নাটকীয়ভাবে ৪ রানে জিতেছে আয়ারল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আইরিশরা। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে রবিবার।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ১৯ ওভারে ১৪৭/৯ (স্টার্লিং ১৭, ও’ব্রায়েন ৪, বালবার্নি ৩৬, ডেলানি ৪৪, টেক্টর ৩১, উইলসন ৫, ডকরেল ২, সিমি ৪, ম্যাককার্থি ০, লিটল ০*; কটরেল ৪-০-১০-২, শেফার্ড ৪-০-৩৮-১, পিয়ের ২-০-২১-০, ওয়ালশ ২-০-৩২-০, ব্রাভো ৩-০-১৮-০, পোলার্ড ৪-০-২৫-৪)।
ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ১৯ ওভারে ১৫২) ২.১ ওভারে ১৬/১ (সিমন্স ১০, লুইস ২*, হেটমায়ার ৪*; স্টার্লিং ১-০-১১-১, সিমি ১-০-৫-০, ম্যাককার্থি ০.১-০-০-০)
ফল: ম্যাচ পরিত্যক্ত
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ১-০তে এগিয়ে