বছরের শুরুতেই রোহিত শর্মার জন্য খারাপ সংবাদ! ২০১৯ সাল কেটেছে স্বপ্নের মতো। ওয়ানডে বিশ্বকাপের বছরে ৫০ ওভারের ম্যাচ তো ছিলই, টেস্টেও পুনর্জন্ম হয়েছে রোহিতের।
Top India batsman Rohit Sharma ruled out of ODI and Test series against New Zealand due to calf injury: BCCI source
— Press Trust of India (@PTI_News) February 3, 2020
বিশ্বকাপ ইতিহাসে এক নির্দিষ্ট আসরে সবচেয়ে বেশি ৫টি সেঞ্চুরি করেছেন। সাফল্যের সেই পথ তাকে ফিরিয়ে নিয়েছে টেস্ট আঙিনায়। ওপেনার হিসেবে ক্রিকেটের লম্বা সংস্করণে হয়েছে প্রত্যাবর্তন।
যে ছন্দ ধরে রেখে নতুন বছরটাও সাফল্যে মুড়িয়ে রাখারই প্রত্যাশা থাকার কথা রোহিতের। কিন্তু ২০২০ সালের শুরুতেই লাগলো চোটের ধাক্কা! পায়ের চোটে নাকি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে ভারতীয় ওপেনারের।
বিরাট কোহলি বিশ্রামে থাকায় রোববার টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন রোহিত। ব্যক্তিগত ৫৪ রানে ব্যাটিংয়ের সময় তার পায়ের মাংশপেশিতে টান লাগে।
মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফের ব্যাটিং করেন, কিন্তু পারেননি খেলা চালিয়ে যেতে। ইশ সোদিকে ছক্কা মেরে ৬০ রানে পৌঁছার ২ বল পর স্বেচ্ছায় মাঠ ছাড়েন তিনি।
তিন ম্যাচের ওয়ানডে শুরু আগামী বুধবার, হ্যামিল্টনে। ওয়েলিংটনে ২১ ফেব্রুয়ারি শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।