Image Credit- BCB/ twitter

সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড হয়ে গিয়েছিল আগেই। তামিম ইকবাল ও লিটন দাসের জুটি পরে উঠে গেল আরেক উচ্চতায়। এই দুজনের ব্যাটে ওয়ানডেতে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি পেল বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৯২ রানের রেকর্ড জুটি গড়েন তামিম ও লিটন।

জিম্বাবুয়ের বিপক্ষে দানবরূপেই হাজির হয়েছিলেন লিটন দাস। নিজের তো বটেই, ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস খেলে তবে থেমেছেন এই ওপেনার। আউট হওয়ার আগে লিটন খেলে গেছেন ১৭৬ রানের ঝলমলে ইনিংস।

তামিম-লিটনের ২৯২ রানের জুটি ওয়ানডে ইতিহাসের তৃতীয় সেরা উদ্বোধনী জুটি।তাদের ওপরে থাকা দুটি জুটি অবশ্য তিনশ ছাড়ানো।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েয়োতে ৩০৪ রানের জুটি গড়েছিলেন পাকিস্তানের ইমাম উল হক ও ফখর জামান। পরের বছর ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৬৫ রানের জুটিতে তাদের ছাড়িয়ে যান ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল ও শেই হোপ।