বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। সদ্য বিদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্থলাভিষিক্ত হলেন অভিজ্ঞ এই ওপেনার।
BREAKING: Bangladesh have appointed Tamim Iqbal to be Mashrafe Mortaza’s successor as ODI captain. pic.twitter.com/1pJZy8lf9Z
— ICC (@ICC) March 8, 2020
মিরপুরে রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।
অধিনায়কত্ব তামিমের জন্য অবশ্য নতুন কিছু নয়। বিশ্বকাপের পর গত জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন।
সিরিজের ঠিক আগে চোটে পড়ায় মাশরাফি তখন শ্রীলঙ্কায় যেতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৭-তে মুশফিকুর রহিমের চোটের কারণে একটি টেস্টেও অধিনায়কত্ব করেছিলেন তামিম।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে দিয়ে নেতৃত্বের ইতি টানেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি। ম্যাচের আগের দিন নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে মাশরাফি বলেছিলেন, নতুন অধিনায়ককে যেন দায়িত্ব দেওয়া হয় ২০২৩ বিশ্বকাপকে মাথায় রেখে।