টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টাইগাররা দুই ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-০ ব্যবধানে।
Bangladesh win by nine wickets! 🎉
They secure a 2-0 series win to complete a clean sweep across all three formats 🏆 #BANvZIM pic.twitter.com/hAmoHpqiq7
— ICC (@ICC) March 11, 2020
টি-টোয়েন্টি সিরিজের আগে একমাত্র টেস্ট ও তিনটি ওয়ানডেতেও জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে তিন ফরম্যাটে হোয়াইটওয়াশ করার মাধ্যমে বাংলাদেশ এই প্রথম একটি দলকে সব ম্যাচে হারানোর নজির সৃষ্টি করল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
টাইগারদের বোলিং তোপে লণ্ডভণ্ড জিম্বাবুয়ে ব্যাটিং শিবির। ২৫ বল বাকি রেখে১১৯ রানে আটকে বাংলাদেশ জিতেছে ।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও আল-আমীন। এছাড়া ১টি করে উইকেট নেন সাইফউদ্দিন, মেহেদী হাসান ও আফিফ হোসাইন।
১২০ রানের লক্ষে খেলতে নেমে লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ ৭৭ রানের উদ্বোধনী জুটি গড়ে। তামিমের পরিবর্তে সুযোগ পাওয়া এই ওপেনার ৩৩ রান করে আউট হন । এরপর সৌম্য সরকারকে নিয়ে জয়ের জন্য বাকি রান তুলতে আর কোন উইকেট হারাতে হয়নি বাংলাদেশ দলের ।
Bangladesh won by 9 wickets.#BANvZIM #RiseOfTheTigers pic.twitter.com/jlSOtdO9Qt
— Bangladesh Cricket (@BCBtigers) March 11, 2020