বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস মোকাবিলায় গঠিত ফান্ডের জন্য অনুদান সংগ্রহে এবার এগিয়ে আসলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে পরা নিজের জার্সিটি নিলামে তুললেন তিনি। নিলামে সর্বোচ্চ দাম হাঁকানো ব্যক্তিই হবেন এই জার্সির মালিক।
To bid on my World Cup shirt in aid of the @RBHCharity go to … https://t.co/9E4vuoVaPn
— Jos Buttler (@josbuttler) March 31, 2020
টুইটে তিনি লেখেন, ‘আমি বিশ্বকাপ ফাইনালে পরা আমার জার্সি নিলামে তুলতে যাচ্ছি, যাতে রয়্যাল ব্রম্পটন এবং হারেফিল্ড হসপিটালের জন্য অর্থ সাহায্য তুলতে পারি।’
তিনি আরও লেখেন, ‘কোভিড-১৯ এ যারা আক্রান্ত হচ্ছেন তাদের সুস্থ করার জন্য গত সপ্তাহে ওই দুই হাসপাতাল জরুরি ভিত্তিতে জীবন রক্ষার সরঞ্জাম দিয়ে পাশে থাকার আহবান জানিয়েছিল।’
জানা গেছে, অনলাইন নিলামের ওয়েবসাইট ইবে’র মাধ্যমে পরিচালিত হচ্ছে এই নিলাম। আগামী ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই বিডিং চলবে। এখন পর্যন্ত মোট ১৬০টি বিডিং হয়েছে, তাতে জার্সির দাম উঠেছে ৬৫ হাজার ৯০০ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৯ লাখ টাকা।