লিগে গোল করার দৌড়ে মেসিকে টপকাতে হলে শেষ ম্যাচে রেঁসের বিপক্ষে পাঁচ গোল করতে হতো পিএসজির স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে।
🏆👟 2009/10: 34 goals
🏆👟 2011/12: 50 goals
🏆👟 2012/13: 46 goals
🏆👟 2016/17: 37 goals
🏆👟 2017/18: 34 goals
🏆👟 2018/19: 36 goalsLeo Messi wins his SIXTH European Golden Shoe award! 👽#LaLigaHistory pic.twitter.com/eMmPk7guuF
— LaLiga (@LaLigaEN) May 24, 2019
এমবাপ্পে করলেন এক গোল। আর তাতেই নিশ্চিত হয়ে গেল, ইউরোপিয়ান গোল্ডেন শু লিওনেল মেসির কাছেই যাচ্ছে।
এবার লিগে ৩৪ ম্যাচ খেলে ৩৬ গোল করেছেন মেসি। মেসির পিঠে চড়েই মূলত আবারও ঘরোয়া লিগ জিতেছে বার্সেলোনা।
ওদিকে এমবাপ্পে পিএসজির হয়ে করেছেন ৩৩ গোল। দলকে লিগ জেতাতে সাহায্য করেছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ডও। কিন্তু মেসিকে টপকে ইউরোপের সেরা গোলদাতা হতে পারেননি।
১৯৬৮ সালে পুরস্কারটি দেওয়া শুরুর পর থেকে এই প্রথম টানা তিনবার তা জয়ের অনন্য কীর্তি গড়লেন ৩১ বছর বয়সী মেসি।
এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে পুরস্কারটি জিতেছিলেন লিওনেল মেসি।