নভেল করোনাভাইরাসের কারণে এবছর খেলার বড় বড় আসর স্থগিত রয়েছে। অনেক ইভেন্টের সিদ্ধান্ত ঝুলন্ত অবস্থায় থাকলেও আগে ভাগেই জানিয়ে দিল ইউরোপিয়ান ফুটবলের এক্সিকিউটিভ কমিটি (উয়েফা)। কমিটির এক বৈঠকে একবছরের জন্য আসর পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নাম না বদলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২১ সালে অনুষ্ঠিত হলেও আসরের নাম ‘ইউরো ২০২০’ রাখার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
🏟️ Following the postponement of @EURO2020 to the summer of 2021, the #UEFAExCo has decided that the tournament will still be known as UEFA EURO 2020.
Full story: 👇
— UEFA (@UEFA) April 23, 2020
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউরোপিয়ান ফুটবলের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উয়েফার (UEFA) তরফে জানানো হয়েছে,করোনাভাইরাস মহামারীর কথা মনে রাখতেই নামে বদল আনছেন না তারা। যে কারণে এই বছর কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে গোটা বিশ্ব।
করোনা এবং আর্থিক বিষয়টি ছাড়াও উয়েফার বার্তায় বলা হয়েছে, ‘ইউরো ২০২০-তে ৬০ বছরে পা দেবে টুর্নামেন্ট। নাম বদলে দিলে তার গুরুত্ব কমে যাবে। ১৯৬০ থেকে শুরু হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।’