ডাচ ফুটবল লিগের চতুর্থ ডিভিশনের ম্যাচে গত শনিবার মুখোমুখি হয়েছিল হারকিমাসে বয়েজ ও হোয়েক। সেই ম্যাচে ঘটল এমন এক ঘটনা যা নিয়ে আলোচনায় মত্ত নেট দুনিয়া।
Nog nooit meegemaakt dit pic.twitter.com/sGyixN0gFb
— Harkemase Boys (@HarkemaseBoys) May 25, 2019
ম্যাচের ৬৬ মিনিটে হারকিমাসে বয়েজের পেনাল্টি বক্সে আক্রমণ শানায় হোয়েকের স্ট্রাইকাররা। হোয়েকের আক্রমণ সামলাতে যখন হারকিমাসের ডিফেন্ডারদের গলদঘর্ম অবস্থা, ঠিক সে মুহূর্তে তাদের জালে বল জড়িয়ে যায় রেফারির সৌজন্যে। আর হারকিমাসের ডিফেন্ডারদের মাথায় হাত।
ডাচ লিগের ওই ম্যাচে ভুল করে গোল করে ফেলা ওই রেফারির নাম মারাইস পারহুইস। ওই গোল হয়ে যাওয়ার পর অবশ্য নিজেদের হতাশা গোপন করেনি হারকিমাসের খেলোয়াড়়রা। রেফারিকে ঘিরে ধরে বিক্ষোভও দেখাতে থাকেন তারা। কিন্তু নিজের অবস্থানে অটল থেকে গোল বাতিল করেননি রেফারি।
যদিও এই গোল ম্যাচের ফলে প্রভাব ফেলতে পারেনি। কারণ এই গোল হজম করার পরও হারকিমাসে বয়েজ ৪-২ গোলে হারিয়ে দিয়েছে হোয়েককে। তবে এই গোলের ভিডিও নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছে হারকিমাসে বয়েজ। ভিডিও শেয়ার করে তারা লিখেছে- ‘আশাতীত ঘটনা।’