প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে রূপকথা তৈরি করতে পারলো না টটেনহাম হটস্পার। গত ৫ বছরে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দাপট ভেঙে ইউরোপের নতুন চ্যাম্পিয়ন হলো লিভারপুল।
🔴 Liverpool are the 2019 winners of the UEFA Champions League! 🎉🎉🎉#UCLfinal @LFC
— UEFA Champions League (@ChampionsLeague) June 1, 2019
টানা দ্বিতীয় ফাইনালে উঠে তারা ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিলো টটেনহাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে। ২০০৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হলো তারা।
মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার শিরোপা লড়াইয়ে ২-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।
দ্বিতীয় মিনিটে মোহামেদ সালাহর গোলে এগিয়ে গিয়েছিল অল রেডরা।
শেষ দিকে টটেনহামের মুহুর্মুহু আক্রমণে তটস্থ লিভারপুল স্বস্তিতে ফেরে ৮৭ মিনিটে ওরিগির গোলে। এই গোলেই সুনিশ্চিত হয়ে যায় তাদের জয়।