প্যারিসে একটি হোটেলে নেইমারের বিপক্ষে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। সাও পাওলো পুলিশের কাছে তিনি এ অভিযোগ করেন। এ ব্যাপারে নেইমারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নেইমারের বাবার দাবি, ঘটনাটি সাজানো এবং তাঁর ছেলেকে ব্ল্যাকমেলের চেষ্টা করা হচ্ছে।
Report: PSG superstar Neymar has been accused of rape by a Brazilian woman.
➡️ https://t.co/jol7nBufix pic.twitter.com/ufgYkahIPJ
— Yahoo Soccer (@FCYahoo) June 1, 2019
পুলিশকে সেই নারী বলেছেন, ইনস্টাগ্রামে পরিচয়ের পর পিএসজি ফরোয়ার্ড নেইমার তাকে প্যারিসের একটি হোটেলে দেখা করতে আসতে বলেন।
ব্রাজিল থেকে ফ্রান্সে আসার বিমান টিকেট ও হোটেলের ভাড়াও নেইমার দেন। ১৫ মে যখন নেইমার হোটেলে আসেন তখন তিনি ‘মাতাল’ ছিলেন।
আলাপচারিতার এক পর্যায়ে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং ওই নারীর অনিচ্ছা সত্ত্বেও জোর করে যৌন মিলন করেন।
পুলিশের নথি অনুযায়ী, তদন্তের স্বার্থে সেই নারীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। নেইমারের বাবা ও তাঁর এজেন্ট নেইমার সিনিয়র ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
তাঁর ভাষ্য, অভিযোগকারী নারীর সম্মতিতেই তাঁর সঙ্গে যৌন সম্পর্ক ছিল নেইমারের। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই নারীর আইনজীবী এখন নেইমারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। কোপা আমেরিকায় খেলতে এখন নিজ দেশে আছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।