সেরি আ মাঠে ফেরানোর আনুষ্ঠানিক অনুমতি মিলেছে। আগামী ২০ জুন ইতালির শীর্ষ লিগ পুনরায় শুরু হতে পারে, জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা।
BREAKING: Serie A has been cleared to return on June 20 by Italy’s Minister for Sport. pic.twitter.com/fIhdGJsQw8
— B/R Football (@brfootball) May 28, 2020
প্রতিযোগিতাটির ফেরার ব্যাপারে বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত মিললেও লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি।
করোনায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত টানা নবম সিরি আ শিরোপা জেতার দাবিদার ছিল জুভেন্টাস। তবে দ্বিতীয় স্থানে থাকা লাৎসিও মাত্র ১ পয়েন্ট কম নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আর জুভদের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান।
এর আগে করোনা ধাক্কা পেছনে ফেলে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সবার আগে মৌসুম চালুর ঘোষণা দিয়েছে বুন্দেসলিগা। আগামী শনিবার থেকেই শুরু হওয়ার কথা জার্মানির এই শীর্ষ লিগ। এছাড়া ফেরার অপেক্ষায় আছে স্প্যানিশ লা লিগাও। এরইমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো।