শিরোপা নিশ্চিত হওয়ার পরের ম্যাচেই আবার ধ্বস নামলো জুভেন্টাসের। ক্যালিয়ারির বিপক্ষে হেরে গেছে সিরি আ চ্যাম্পিয়নরা। লিগে এই হার তেমন কোনো প্রভাব না ফেললেও মাউরিসিও সারির দলের হার আরেকবার প্রশ্নবোধক চিহ্ন একে দিচ্ছে জুভেন্টাসের পারফরম্যান্সে।
⚽ Gagliano 8′
⚽ Simeone 45+2′Simeone Jr. scores a great goal as Juventus are beaten 👀 #CagliariJuve pic.twitter.com/d6JI5TBdR0
— Goal (@goal) July 29, 2020
প্রতিপক্ষের মাঠে বুধবার প্রথমার্ধে দুই গোল খেয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে জোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত হেরেছে ২-০ গোলে।
এই নিয়ে লিগের শেষ সাত রাউন্ডে তৃতীয়বার হারের স্বাদ পেল জুভেন্টাস। মাঝে দুটি ড্র করা তুরিনের ক্লাবটি গত ম্যাচে সাম্পদোরিয়াকে হারিয়ে টানা নবমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়।
শেষ ৭ ম্যাচে জুভেন্টাস জয় পেয়েছে মাত্র দুইবার। আর শেষ ৪ অ্যাওয়ে ম্যাচে জুভেন্টাসের অর্জন মাত্র এক পয়েন্ট। ক্যালিয়ারির কাছে জুভেন্টাস হেরেছে ১১ বছর পর। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড সামনে রেখে এইসব রেকর্ড বিয়াঙ্কোনেরিদের জন্য মোটেই স্বস্তিদায়ক নয়।