স্পেনের একটি বিশ্বকাপ ও দুটি ইউরো জয়ের অন্যতম নায়ক ইকার ক্যাসিয়াস। অবশেষে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী কিংবদন্তি এই গোলকিপার।
⭐️ E T E R N O ⭐️
🏆 Campeón de Europa Sub-17
⭐️ Campeón del mundo Sub-20
🏆 Campeón de Europa (2008 y 2012)
⭐️ Campeón del mundo (2010)Pero sobre todo, un compañero excepcional 👏🏻#Grac1as, @IkerCasillas 🇪🇸 pic.twitter.com/XP4vknTLrT
— Selección Española de Fútbol (@SeFutbol) August 4, 2020
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ারের ১৬ বছর কাটিয়েছেন। ৭২৫টি ম্যাচ খেলেছেন। এই সময়ে জিতেছেন ৩টি চ্যাম্পিয়নস লিগ ও ৫টি লা লিগা শিরোপা।
২০১০ বিশ্বকাপের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তোর দুর্দান্ত এক গোলে শিরোপা জিতেছিল স্পেন, অধিনায়ক হিসেবে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন কাসিয়াস।
ক্লাব ফুটবলে আবার দুজন ছিলেন প্রবল প্রতিদ্বন্দ্বী। বিদায় বেলায় কাসিয়াসকে শুভকামনা জানালেন বার্সেলোনার এই কিংবদন্তি।