রোমাঞ্চকর জয়ে মৌসুমটা রাঙালো পর্তুগাল। নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের অভিষেক আসরের শিরোপা জিতে ইতিহাস গড়লো ফের্নান্দো সান্তোসের দল।
🇵🇹2⃣0⃣1⃣6⃣🏆
🇵🇹2⃣0⃣1⃣9⃣🏆🥇 Cristiano Ronaldo 👏#NationsLeague pic.twitter.com/yMFnSAch8b
— UEFA Nations League (@UEFAEURO) June 10, 2019
পোর্তোয় রোববার রাতে ফাইনালে ১-০ গোলে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন গনসালো গেদেস।
এই একমাত্র গোলেই নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ পর্যন্ত প্রথমবার আয়োজিত উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতে নিলো রোনালদোর পর্তুগাল। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর এই নিয়ে ১০ ম্যাচ খেলে অপরাজিত রইলো পর্তুগাল।
🇵🇹🏆 PORTUGAL! 🎉🎉🎉#NationsLeague | @selecaoportugal pic.twitter.com/m4RnwenJjn
— UEFA Nations League (@UEFAEURO) June 9, 2019
তিন বছর আগে ফ্রান্সকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট জিতেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সেবার ম্যাচ শুরুর পরই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল রোনালদোকে।
পরে ডাগ আউটে দাঁড়িয়ে কোচের ভূমিকা পালন করে দলকে জিতিয়েছিলেন তিনি। এবার পুরোটা সময়জুড়েই থাকলেন মাঠে। উপহার দিলেন অসাধারণ এক ম্যাচ।