হার দিয়েই শুরু হয়েছে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) নতুন মৌসুম। ফ্রেঞ্চ লিগ ওয়ানের গত আসরের চ্যাম্পিয়নরা ১-০ গোলে হেরেছে লঁসের মাঠে। মহামারী করোনায় সংক্রমিত হওয়ার কারণে পিএসজির স্কোয়াডে ছিলেন না নেইমার-কিলিয়ান এমবাপ্পে-আনহেল দি মারিয়ারা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা ফরাসি জায়ান্টরা মাঠে নামে তাদের নিয়মিত সাত মুখকে ছাড়াই।
FULL-TIME: RC Lens 1-0 @PSG_English
The Parisians bow out on the smallest of margins tonight at the Stade Bollaert-Delelis. 🔚 #RCLPSG pic.twitter.com/xYZwfdSx6y
— Paris Saint-Germain (@PSG_English) September 10, 2020
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরে গেছে টমাস টুখেলের দল।
ঘরোয়া ট্রেবল জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে ইউরোপ সেরার মুকুট জেতা না হলেও ২০১৯-২০ মৌসুম পিএসজির জন্য বেশ সফলই বলা যায়। তবে মাঠের বাইরে মাঝের সময়টা মোটেও ভালো কাটেনি দলটির। তারই প্রভাব পড়ল দলটির নতুন মৌসুমের শুরুতে।
দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে, তুখলের তৃতীয় পছন্দের গোলরক্ষক মারচিন বুলকা বল উপহার দিয়েছিলেন ইগ্নাসিয়াস গানাগোকে। পরে তিনিই গোল করে এগিয়ে নেন দলকে। ওই গোলেই পরে নির্ধারিত হয়েছে ম্যাচের ফল।