বড় জয় দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করল উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডোরকে ৪-০ ব্যবধানে হারিয়েছে সর্বোচ্চ ১৫ বার কোপা জয়ী দলটি। উরুগুয়ের হয়ে গোল করেছেন লোদেইরো, কাভানি ও সুয়ারাজের।
90 ‘FIM DO JOGO
🇺🇾 4-0 🇪🇨
Nicolás Lodeiro, Edinson Cavani, Luis Suárez e Arturo Mina (Gol Contra) marcaram para a “Celeste”.@CONMEBOL #CopaAmerica pic.twitter.com/ikTusLvtct— Copa América (@CopaAmerica) June 17, 2019
উরুগুয়ের দেয়া চার গোলের তিনটিই হয়েছে প্রথমার্ধে। লোদেইরোর অসাধারণ নৈপুণ্যে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় উরুগুয়ে।
২৪তম মিনিটে আরেকটি ধাক্কা খায় ইকুয়েডোর। লোদেইরোকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দলটির মিডফিল্ডার কিনতেরো।
এর আট মিনিট পর ডান দিক থেকে দিয়েগো গদিনের উঁচু করে বাড়ানো বল পেয়ে বাইসাইকেল কিকে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজি ফরোয়ার্ড কাভানি। বিরতির খানিক আগে স্কোরলাইন ৩-০ করেন বার্সেলোনা ফরোয়ার্ড সুয়ারেস।
দ্বিতীয়ার্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেনি একুয়েডর। উল্টো ৭৮তম মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার আর্তুরো মিনা।