স্প্যানিশ লা লিগার ২০২০-২১ মৌসুমের সময় সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর লিগের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে রিয়ালের প্রতিপক্ষ গেটাফে। ২৩ মে মৌসুমের শেষ দিনে ভিয়ারিয়ালকে আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ।
আর এই ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় জমজমাট এল ক্লাসিকোর (El Clásico) রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রথম লড়াইটি আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ফিরতে ম্যাচ রিয়াল মাদ্রিদের মাঠে হবে আগামী বছরের ১১ এপ্রিল রিয়াল মাদ্রিদের মাঠে ।
অন্যদিকে, আজ, ২০শে অক্টোবর, শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের (UEFA Champions League) ২০২০-২১ মৌসুমের খেলা।
- Brazil Fixtures: ২০২০ সালে ব্রাজিলের ম্যাচের সময়সূচী
- Argentina Fixtures: ২০২০ সালে আর্জেন্টিনা ম্যাচের সময়সূচী
রিয়াল মাদ্রিদের ম্যাচের সময়সূচি: Bangladesh (BD) – IST/Indian Time
DATE | TIME (BD-IST |
MATCH | COMPETITION | ||
Fri, 15 Jan | 2:00 AM – 1:30 AM | Real Madrid | 1-2 | Athletic Bilbao | Supercopa de España |
Thu, 21 Jan | 2:00 AM – 1:30 AM | Alcoyano |
v |
Real Madrid | Spanish Copa Del Rey |
Sun, 24 Jan | 2:00 AM – 1:30 AM | Alavés | v | Real Madrid | La Liga |
Sat, 30 Jan | 9:15 PM – 8:45 PM | Real Madrid | v | Levante | La Liga |
লা লিগা রেজাল্ট, পয়েন্ট টেবিল- La Liga Results and Point Table