রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান মোটেও স্বস্তিতে নেই। এক সপ্তাহের মধ্যে টানা দুই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তার দল। তাতে ভীষণ চাপে পড় গেছেন। এমন অবস্থায় জানতে পেরেছেন, তিনি আবার করোনা পজিটিভ!
Breaking: Real Madrid manager Zinedine Zidane has tested positive for COVID-19. pic.twitter.com/uMtWCyv1E4
— ESPN FC (@ESPNFC) January 22, 2021
শুক্রবার জিদানের করোনা আক্রান্তের খবর জানিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। অথচ একদিন বাদেই লা লিগায় আলাভেসের মুখোমুখি হতে দলের সঙ্গে উড়াল দেওয়ার কথা ছিল তার। যে ম্যাচ দিয়ে অস্বস্তিকর এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্য ছিল ক্লাবটির। কিন্তু কোচের করোনা আক্রান্তের খবর যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়েই এসেছে রিয়াল শিবিরে।
চলতি মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইসোলেশনে ছিলেন জিদান। এজন্য একটি অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন তিনি।
লিগে শেষ তিন ম্যাচে রিয়ালের জয় মাত্র একটি। স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে তারা হেরে যায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। সবশেষ গত বুধবার তৃতীয় সারির দল আলকোইয়ানোর বিপক্ষে হেরে কোপো দেল রের শেষ বত্রিশ থেকে বিদায় নেয় রিয়াল। দলের এমন ছন্নছাড়া অবস্থায় বেশ চাপে আছেন জিদান।
মৌসুমের শুরুর দিকে কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন দলটির ফরোয়ার্ড এদেন আজার, মিডফিল্ডার কাসেমিরো ও ডিফেন্ডার এদের মিলিতাও।