বর্ষসেরা হওয়ার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। এই তালিকায় সেরা হওয়ার দৌড়ে আছেন বার্সেলোনার লিওনেল মেসি, জুভেন্টাসের ক্রিস্তিয়ানো রোনালদো ও লিভারপুলের ভার্জিল ভন ডাইক।
Who would be your 2018/19 UEFA Men’s Player of the Year? 🤔
⭐️ Leo Messi?
⭐️ @Cristiano Ronaldo?
⭐️ @VirgilvDijk?— UEFA Champions League (@ChampionsLeague) August 15, 2019
তিনবার উয়েফার বর্ষসেরা ফুটবলার হওয়া রোনালদো ২০১১ সালে এই পুরস্কার চালুর পর থেকে প্রতিবারই তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন।
অন্যদিকে প্রথমবারের মতো এই তালিকায় জায়গা পেলেন গত মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় অবদান রাখা ডাচ ডিফেন্ডার ভন ডাইক।
২০১৮-১৯ মৌসুমে ইংল্যান্ডে খেলা ফুটবলারদের ভোটে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়ও হন ভন ডাইক।
জুভেন্টাসের হয়ে প্রথম মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ভালো করতে পারেননি রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে আয়াক্সের কাছে হেরে বিদায় নেয় ইতালির চ্যাম্পিয়নরা। তবে ২১টি গোল করে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার দলের টানা অষ্টম সেরি আ শিরোপা জয়ে রাখেন বড় অবদান।
গত মৌসুমে দারুণ ছন্দে ছিলেন দুইবার ইউরোপের সেরা ফুটবলারের এই পুরস্কার জয়ী মেসি। লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করে একই সঙ্গে জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু। আর্জেন্টাইন ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগেও করেন সর্বোচ্চ ১২ গোল।